• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে হুমকি, সেকশন অফিসার ও সহায়ক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ৪০
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
1762414156 00259d091c145b83d0f8d0cfc8eaa3f4

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে বোর্ডের সেকশন অফিসার জাহেদ হোসেন এবং অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২ নভেম্বর সকাল ১১টা ৪০ মিনিট থেকে ১২টার মধ্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দপ্তরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কয়েকজন সেকশন অফিসার সাক্ষাৎ করতে যান। এসময় হিসাব শাখার সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইউব আলী ও অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি ছাড়া চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে অশোভন, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একপর্যায়ে জাহেদ হোসেন ও জমির উদ্দিন চেয়ারম্যানকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া তারা বোর্ড চেয়ারম্যানের কক্ষে উপস্থিত অন্যান্য কর্মকর্তার সঙ্গেও শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী।

এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন, “চেয়ারম্যান স্যারের সঙ্গে অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে তাদের উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

সূত্রে জানা গেছে, বরখাস্ত দুই কর্মকর্তা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।


এই বিভাগের অন্যান্য সংবাদ