• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপি গণসংযোগে গুলিবিদ্ধ খোদ বিএনপির প্রার্থী এরশাদ উল্ল্যাহ্

দেশবিদেশ প্রতিবেদক / ৪২
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
download

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী এলাকার পূর্ব মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, ইমন ও রায়হানসহ কয়েকজন ব্যক্তি সেখানে এসে সরোয়ার বাবলার বুকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন দিকবিদিক ছুটতে থাকে। এসময় গুলির আঘাতে এরশাদ উল্লাহর পায়ে আঘাত লাগে।

মাহতাব/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ