• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

গণসংযোগে বিএনপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ

/ ৩৪
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
image 238024 1762348060

চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মনোনয়ন পাওয়ার পর সেখানকার গণসংযোগে অংশ নেন এরশাদ উল্লাহ। ওই সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালালে তিনি এবং আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে সরোয়ার বাবলা নামে এক কর্মীর মৃত্যু হয়েছে ।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এরশাদ ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা হয়েছে।”

তিনি আরও জানান, “সরোয়ার বাবলা ঘটনাস্থলেই মারা গেছেন বলে শুনেছি, তবে বিষয়টি এখনো নিশ্চিত নই। আমি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি, এরশাদ ভাইসহ গুলিবিদ্ধদের সেখানে ভর্তি করা হয়েছে।”

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, “এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নিলে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে, বিস্তারিত তদন্তের পর বলা যাবে।”

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এরশাদ উল্লাহ বর্তমানে মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ