• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

মনোয়ন বন্ঞ্চিত আসলাম চৌধুরীর পক্ষে বিক্ষোভে বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার / ৬৯
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
Untitled design 20251104 042602 0000

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সীতাকুণ্ডে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধের ঘটনায় চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তথ্য সূত্র বলছে, বহিষ্কৃতরা মনোনয়ন বন্ঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী।

মঙ্গলবার( ৪ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। এ চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে বিএনপির মনোয়ন না দোওয়ায় সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট  এলাকা অবরুদ্ধ  করে বিক্ষোভ করে তার অনুসারীা ।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা সাবেক সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ