
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশে দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। দলটির বেশ কয়েকজন সিনিয়র ও আলোচিত নেতা এবার মনোনয়ন তালিকায় স্থান পাননি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম বিভাগের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
তবে বাকি ৬টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, স্থানীয় নেতৃত্বের ভারসাম্য, অভ্যন্তরীণ সমন্বয় এবং নীতিনির্ধারকদের পর্যবেক্ষণের কারণে এই তালিকাটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে কিছু আসনে পরিবর্তন বা নতুন সংযোজনের সম্ভাবনাও রয়েছে।
মনোনয়ন বঞ্চিতরা
প্রকাশিত তালিকায় দেখা গেছে, অন্তত ৯ জন পরিচিত ও প্রভাবশালী নেতা এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— লায়ন হেলাল উদ্দীন (চট্টগ্রাম-১৩) – তার স্থানে সম্ভাব্য প্রার্থী সরোয়ার জামাল নিজাম। লায়ন মো. আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪) – তার স্থলে কাজী সালাউদ্দিনকে মনোনীত করা হয়েছে। মনোনয়ন বঞ্চনার খবরে আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। আলমগীর ফরিদ (কক্সবাজার-২) – এখনো কোনো প্রার্থী ঘোষণা হয়নি। আবু সুফিয়ান (চট্টগ্রাম-৯) – প্রথমে নাম ঘোষণা হলেও পরদিনই তা স্থগিত করা হয়। সাইয়িদ আল নোমান (চট্টগ্রাম-১০) – দৌড়ে থাকলেও এই আসনে প্রার্থী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ডা. শাহাদাত হোসেন (চট্টগ্রাম-৯ ও ১১) – এই দুই আসনেই তার নাম তালিকায় নেই। ইস্রাফিল খসরু (চট্টগ্রাম-১১) – আমীর খসরুর ছেলে হলেও মনোনয়ন পাননি। চট্টগ্রাম-৬ (রাউজান) – এখনো প্রার্থী ঘোষণা হয়নি। গুঞ্জন রয়েছে, ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
ঘোষিত ১০ আসনের প্রার্থীরা
চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দি, চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বাকলিয়া): এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রামের বাকি ৬টি আসনের প্রার্থী নির্ধারণ প্রক্রিয়া এখনো চলমান। প্রয়োজনে ঘোষিত তালিকাতেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি।
এমকেআর/দেশবিদেশ