• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

চট্টগ্রামে যুবককে গলা কেটে হত্যা

দেশবিদেশ প্রতিবেদক / ৪১
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
1762169607 cf6d0929edbc2977c579ef9fdb20c60f

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. হাসিব ।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে দিকে এই ঘটনা ঘটে। নিহত মো. হাসিব (২৬), একই থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও গত ২ মাস ধরে বেকার ছিলেন বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে যান এবং তারা এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেন। পরবর্তীতে ওই নারী তার প্রবাসী স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রবাসী ব্যক্তি গত সপ্তাহে দেশে ফিরে আসেন। এ সময় হাসিব ও তার সদ্য বিয়ে করা স্ত্রীও নিজেদের বাসায় ফিরে আসেন।

তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে প্রবাসী ব্যক্তি বিভিন্নভাবে তার স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। হাসিবকেও নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। আজ দুপুরে প্রবাসী ব্যক্তি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত প্রবাসী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।ৎ

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ