
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১১টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও পাঁচটি আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
চূড়ান্ত প্রার্থীদের তালিকা অনুযায়ী—
চট্টগ্রাম-১ (মিরসরাই) : নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সারোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩(সন্দ্বীপ): এই আসস স্থগিত করা হয়েছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫(হাটহাজারী) মীর হেলাল চট্টগ্রাম-৬(রাউজান) : এই আসন স্থগিত, চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) : হুম্মাম কাদের, চট্টগ্রাম-৮ (চান্দঁগাও-বাকলিয়াদ: এর্শাদউল্লাহ, চট্টগ্রাম-৯(কোতোয়ালি -বন্দর) : আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০(ডবলমুড়িং-পাহাড়তলী) : আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১১ : স্থগিত, চট্টগ্রাম-১২ : এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ : সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ : স্থগিত, চট্টগ্রাম-১৫ : স্থগিত, চট্টগ্রাম(-বাশখালী) ১৬ : পাপ্পা চৌধুরী
দলীয় সূত্রে জানা গেছে, স্থগিত আসনগুলোর বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।