• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় উত্তাল সীতাকুণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৩৮
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
1762180413 f3ccdd27d2000e3f9255a7e3e2c48800

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) কেন্দ্রীয়ভাবে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষুব্ধ সমর্থকেরা ভাটিয়ারি এলাকায় মহাসড়কে নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী, গাড়িচালকেরা।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুল মমিন রাত সোয়া আটটায় বাংলানিউজকে জানান, প্রায় এক ঘণ্টা ভাটিয়ারি এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মজিবর রহমান , সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে

এর আগে ,চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ