• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দর রক্ষায় মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক / ২০
রবিবার, ২ নভেম্বর, ২০২৫
1762093854 7b8e536e0fc6cedc941b2bb8d1c51902

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরের বড়পোল এলাকা থেকে মশাল মিছিল বের করা হয়।

মিছিলকারীরা বন্দরের কোনো টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়া, অযৌক্তিক ট্যারিফ বাতিল ও বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্লোগান দেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শ্রমিকনেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দ্রুত অপসারণ চাই। বাংলাদেশ সমৃদ্ধশালী হওয়ার প্রথম ধাপ হচ্ছে চট্টগ্রাম বন্দর। কার স্বার্থের কারণে বন্দরের এনসিটি, লালদিয়াসহ চারটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চান? আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, চট্টগ্রাম বন্দর চলছে আছে সেভাবে থাকবে।

এর আগে শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে গণ–অনশন কর্মসূচি পালন করে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ