• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল

দেশবিদেশ প্রতিবেদক / ৩৯
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
alim 20251030150934

জুলাই সনদের টেকসই আইনি ভিত্তি নিশ্চিতের জন্য আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাছে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, “নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে নয়—এটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। গণভোট না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”

এদিন স্মারকলিপি দেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ডেভেলপমেন্ট পার্টি ও একটি আঞ্চলিক রাজনৈতিক দল।

দলগুলোর দাবির মধ্যে রয়েছে—নভেম্বরেই গণভোট আয়োজন, সরকার ঘোষিত আরপিও বহাল রাখা এবং জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।

আব্দুল হালিম বলেন, “আজ সিইসির সঙ্গে দেখা হয়েছে। বর্তমান আলোচিত বিষয় হলো জুলাই জাতীয় সনদ। সনদে ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা বলেছি, গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কেউ কেউ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা বলেছি আরপিও হুবহু বহাল রাখতে হবে।”

তিনি আরও জানান, আট দলের দাবির বিষয়টি কমিশন নোট নিয়েছে এবং সিইসি তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন।

মাওলানা হালিম বলেন, “জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৩ নভেম্বরের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যারা জুলাই চেতনার পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তারা ইনশা আল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের চেতনার প্রেক্ষাপটেই এ আয়োজনে আমরা সংহতি জানিয়েছি।”

আরএম/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ