• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

জুলাই আন্দোলনে যুক্ত না থেকেও পেলেন যোদ্ধার স্বীকৃতি

১০৪জন ভুয়া জুলাই যোদ্ধার মধ্যে চট্টগ্রামের ৩৪জন

নিজস্ব প্রতিবেদক / ৪৯
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
gono ovvuthan 20250227181834

জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থেকেও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ১০৪ জন। এসব ভুয়া জুলাই-যোদ্ধাকে শনাক্ত করেছে সরকার। তাদের মধ্যে শুধু চট্টগ্রাম বিভাগেই রয়েছেন ৩৪ জন। ইতোমধ্যে এদের নামের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১২৭ জনের গেজেট বাতিল করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা কমিটির যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতেই এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া এবং ১ জনের নামে দু’বার গেজেট হয়েছে। সিলেটে ২৬ জন ভুয়া ও ১ জনের দ্বৈত গেজেট, চট্টগ্রামে ৩৪ জন ভুয়া ও ৪ জন দ্বৈত গেজেটধারী, খুলনায় ৫ জন ভুয়া ও ৪ জন দ্বৈত গেজেট, রংপুরে ২ জন ভুয়া, ঢাকায় ৭ জন ভুয়া ও ৭ জন দ্বৈত গেজেটধারী, রাজশাহীতে ৯ জন ভুয়া ও ৪ জন দ্বৈত গেজেটধারী এবং বরিশালে ২ জনের দ্বৈত গেজেট শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের ৩৪ জন ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় রয়েছেন— মো. শাগর, আবদুল্লাহ আল নোমান, নাইম উদ্দিন শাঈদ, মো. শরিফুল ইসলাম, শাহাদাত ইকবাজ তাহনি, তাহমিনা ইকরার তারকি, মাহাবী তাজওয়ার, জসিম উদ্দিন, মো. আতিকুল ইসলাম, মো. ইয়াছিন, আরফাতুল ইসলাম, ফরহাদ আলম, মোদাসাদ সাহাদ কবির এমরান, মুনজামিরুল হক চৌধুরী মামুর, পঠন চন্দ্র নাথ, মিশকাত-আলম রিয়াদ, মো. এমরান, মাহাম্মদ সাগর, নুরুল্লাহ, সোহাম্মদ রাফি, ফয়সাল মোহাম্মদ শিয়াস, মোছা. ইছনিয়া আকতার, মো. মাঈনুদ্দীন, সাইমন, মো. আরিফ, রাসেল, রমজান আলী, মাহিম চৌধুরী ও রিফাত বিন আল প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত না থেকেও অনেকেই যোদ্ধার তালিকায় থেকে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর ভুয়া প্রমাণিতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে ‘ক’ শ্রেণিতে (অতি গুরুতর আহত) ৬০২ জন, ‘খ’ শ্রেণিতে (গুরুতর আহত) ১ হাজার ১১৮ জন ও ‘গ’ শ্রেণিতে (আহত) ১২ হাজার ৮০ জনসহ মোট ১৪ হাজার ৬৩৬ জনের নাম গেজেটভুক্ত করা হয়েছে। এতে নিহত হন ৮৪৪ জন, যার মধ্যে ৮ জনের গেজেট ইতোমধ্যে বাতিল হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “যাদের নামে অভিযোগ ছিল, সেসব বিষয়ে যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেছে। তাদের গেজেট বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গেজেট বাতিলের কাজ বর্তমানে চলমান।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ