
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যেকোনো কারণে অনুষ্ঠিত না-ও হতে পারে, তবে ‘জুলাই সনদ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, যা সবার আগে বাস্তবায়ন করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
ডা. তাহের বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল একমত যে, একটি সরকারি আদেশের মাধ্যমে এ সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এবং পরবর্তীতে এর ওপর গণভোট আয়োজন করা উচিত।”
তিনি জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি)-এর প্রস্তাব দ্রুত বাস্তবায়ন এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট আয়োজনের দাবি জানান। তার মতে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করাটাই হবে যথার্থ পদক্ষেপ।
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, “জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে, কিছু ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। অন্যথায় আগামী নির্বাচনগুলোতেও এই সংস্কারের চাপ অব্যাহত থাকবে।”
ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে ডা. তাহের বলেন, আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, এসব বাহিনীকে শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স নয়, বরং ভোটকেন্দ্রের ভেতরেই স্থায়ীভাবে মোতায়েন রাখতে হবে।