• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

চট্টগ্রামে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, দুইজনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৫১
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
1761492330 5dc12bdccfeaa13d25383851ab9b293e

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে দুইজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। তিনি জানান,“অভিযান চলাকালে অবৈধভাবে পলিথিন উৎপাদনের সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করা হয়েছে।”

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। জব্দ করা নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধভাবে পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিপণন দেশের পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবুও নগরের বিভিন্ন এলাকায় এখনো গোপনে এ ধরনের কারখানা চালু রয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ