• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

রাউজানে যুবদল নেতা আলমগীর আলমকে গুলি করে হত্যা

দেশবিদেশ প্রতিবেদক / ২৮
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
image 70716 1761398959

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় যুবদল নেতা মো. আলমগীর আলমকে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার চারাবটল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে দুর্বৃত্তরা আলমগীরকে লক্ষ্য করে একের পর এক পাঁচটি গুলি ছোড়ে এবং পরে তার লাশ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

প্রতিবেদকের হাতে আসা ৪ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ডে ধরা পড়েছে হত্যার আগে আলমগীরের উপর হামলার চেষ্টা হয়েছিল, এমন ইঙ্গিত। ভিডিওতে দেখা যায়, আলমগীর মুঠোফোনে কারও সঙ্গে তর্কে জড়াচ্ছেন। কথোপকথনের একপর্যায়ে ‘বখতিয়ার’ নামটি উচ্চারণ করে আলমগীর বলেন, “বখতিয়ার ভাইসহ ২০-২৫টা মোটরসাইকেলে করে এসে আমাকে মারতে চাইছে। আমার বা আমার লোকজনের কিছু হলে আপনি দায়ী থাকবেন।” এরপর ফোনের লাইন কেটে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে রাউজানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। এর জেরে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে এলাকায়। নিহত আলমগীরও এর আগে একাধিকবার হামলার মুখে পড়েছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

স্থানীয়রা বলছেন, রাউজানে যেন চলছে “লাশের রাজনীতি”দখল ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিনিয়ত ঝরছে রক্ত, প্রাণ হারাচ্ছেন রাজনৈতিক কর্মীরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ