• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

এই মাসেই ‘গ্রিন সিগনাল’ পাবেন বিএনপির ২০০ আসনের প্রার্থী

দেশবিদেশ ডেস্ক / ১৩২
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
1761305415 36ef7fcb581006f56abf1e350e9b45a7

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জন্য চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে, যাতে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজ বাসায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল। তবে ২০/১ উপধারায় বলা হয়েছিল, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটিতেই আশ্বস্ত ছিল, কিন্তু যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে। এতে ছোট দলের নেতারা সুযোগ হারাবেন।

তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আরও জানান, এ বিষয়ে আপত্তি জানিয়ে দলটি চিঠি দেবে।

এআর/দে


এই বিভাগের অন্যান্য সংবাদ