• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪১
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
IMG 20251020 WA0002

 

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় ঘটনার সাথে জড়িত আমেরিকা প্রবাসী নুরুল আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুল বড়ুয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বাবুল বড়ুয়া (৩৬), পটিয়া থানার দক্ষিণ ভূর্ষি বড়ুয়া পাড়ার দিলীপ বড়ুয়ার ছেলে, সম্প্রতি পটিয়ার গৈড়লা তেকোটা এলাকা থেকে গ্রেফতার হন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাবুল বড়ুয়া সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এমএইচ /এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ