• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩২
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 18 at 2.40.37 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন বিওসি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— মো. সোহেল (২৫), কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুকের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন ও দুই সন্তানের জনক। অপরজন মো. আবু বক্কর সিদ্দিক (১৪), চট্টগ্রামের ভূজপুরের জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের ছেলে; তিনি একজন কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহেল চকরিয়া যাওয়ার পথে অজ্ঞাত একটি চট্টগ্রামগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে।”

পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চলছে।

এআরই/এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ