• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

মিরসরাইয়ে পুলিশের অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩৫
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
CVOICE24 2510180858

চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে – হত্যা মামলায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩)। চুরি মামলায় খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের শামসুল আলমের ছেলে একরামুল হক (২৮)। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।

চোলাই মদ ও ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তাররা- কামরুল হাসান বাপ্পি (৩৬),নুর উদ্দিন সেলিম (৪০),মঞ্জুরুল হক রানা (৩৪),স্বপন কুমার দাস (৫০),দেলোয়ার হোসেন (৫৮)।

তাদের কাছ থেকে ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তাররা- শাহাদাত হোসেন মামুন (৪৮),নুরুল ইসলাম মনাই (৫৫),মো. রফিকুল ইসলাম (৫০),আবুল কালাম (৪৮),আবু তাহের (৬০),বাচ্চু মিয়া (৫৬)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান বলেন,“উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর ও মাদক–জুয়া সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।


এই বিভাগের অন্যান্য সংবাদ