• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

আনোয়ারায় আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জন আটক

দেশবিদেশ প্রতিবেদক / ৪২
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
CVOICE24 2510180633

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার ১১নং জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পেচু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০),মোস্তাকের ছেলে আরিফ (২০),আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ — এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আনোয়ারা থানা পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,“রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।”

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ