• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

আফগানিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক / ৫৮
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
IMG 20251015 WA0012

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের হাতে বাংলাদেশের দুঃখজনক পরাজয় ঘটেছে, যেখানে টাইগাররা ২০০ রানে হার সংসাব করেছে। আফগানিস্তান আগে ব্যাট করে ২৯৩ রানের একটি বড় স্কোর তৈরি করে। বাংলাদেশ এর জবাবে মাত্র ৯৩ রানে গুঁটিয়ে যায়। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয় বাংলাদেশ, যাকে হোয়াইটওয়াশ হিসেবে গণ্য করা হয়।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জয়ী হয়ে আফগানিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান দুর্দান্ত শুরু এনে দেন, যেখানে ওপেনিং জুটির ৯৯ রানের একটি মাইলফলক স্পর্শ করে। গুরবাজ ৪২ রান করে আউট হন।

এরপর ইবরাহিমের সঙ্গে যোগ দেন সেদিকউল্লাহ আতাল। দুজনেই কার্যকরী ব্যাটিং করতে থাকেন। ইবরাহিম ফিফটি তুলে নেন এবং সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন। তবে, বাংলাদেশের সাইফ হাসান তাকে থামিয়ে দেন ৯৫ রানে, যখন আফগানরা ১৮৮ রানে ৫ উইকেট হারায়।

অবশেষে মোহাম্মদ নবী অভাবনীয় খেলায় ৬২ রানের ইনিংস খেলেন। তার প্রচেষ্টায় আফগানিস্তান সীমানা ২৯৩ রাণে পৌঁছায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফ হাসান ৬ রানে দিয়ে ৩ উইকেট তুলে নেন , হাসান মাহমুদ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন।

বাংলাদেশের ইনিংসে শুরুতেই সাইফ হাসান ভালো পারফর্মেন্স দেখান, তবে বাকিরা নিরাশ করেন। নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় যথাক্রমে ৭, ৩ এবং ৭ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফিরেন।

সাইফ হাসানই ছিল বাংলাদেশ দলটির আশা, ৫৪ বলে ৪৩ রান করে তিনি আউট হন। কিন্তু এরপর বাংলাদেশ দল খেই হারিয়ে ফেলে এবং দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে ৯৩ রানে অলআউট হয়ে যায়।

শেষমেষ আফগানিস্তান বিপুল এক জয় তুলে নেয় এবং বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশ করে।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ