
চট্টগ্রাম পটিয়া উপজেলার ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ তারই প্রতিবেশীর বিরেুদ্ধে। অভিঙুক্ত প্রতিবেশীর নাম-দিদার আহাম্মদ।এঘটনায় থানায় অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা জামাল উদ্দিন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মামলাটি রুজু হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী শিশুটি তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদার আহাম্মদ, পরিচিত দিলদার (৫২), দোকানের সামনের পাড়ায় ছিলেন। অভিযুক্ত দিলদার ওই শিশুকে খেলার সামগ্রী দেওয়ার লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যান।
ভুক্তভোগীর বাবা জামাল অভিযোগ করেন, দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে দিদার আহাম্মদ তার মেয়ের জামা ও হাফ প্যান্টের ওপর দিয়ে স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে এসে কান্নাকাটি করে ঘটনার কথা তার বাবা-মাকে জানালে তারা বিষয়টি প্রতিপাদিত করে থানায় মামলা করতে সিদ্ধান্ত নেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে আদালতে পাঠানো হয়েছে।
এমআর/দেশবিদেশ