• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাজধানী

নিজস্ব প্রতিবেদক / ৪৯
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
du 20251013032517 1

মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।

রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শুরু হওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী নিয়ে এ ঘটনার সূত্রপাত, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বিস্তারিত আসছে…


এই বিভাগের অন্যান্য সংবাদ