• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পিসিআইইউ অ্যালামনাইয়ের মানববন্ধন

/ ৫৪
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
560701799 1492416891980075 163022176054252104 n

চট্টগ্রাম মহানগরের খুলশী থানার ভেতরে যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর পুলিশ কর্মকর্তার হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)।

রবিবার (১২ অক্টোবর) খুলশী থানার ভেতরে সিএমপি’র উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম পিজার সদস্য ও যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত এবং ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর হামলা চালান। এ ঘটনার তীব্র নিন্দা ও দায়ী কর্মকর্তার দ্রুত প্রত্যাহার এবং আইনি বিচারের দাবি জানায় সংগঠনটি।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।

পিজার সভাপতি ইমরান বিন ছবুরের সভাপতিত্বে এবং সদস্য হামিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক সবুর শুভ।

তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের প্রতি এমন বর্বর আচরণ বন্ধ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে হবে।”

পিজা সভাপতি ইমরান বিন ছবুর বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের ভাবমূর্তি যেখানে নিচে নেমে গিয়েছিল, তখন সাংবাদিকরাই তাদের পাশে দাঁড়িয়েছিলেন। অথচ এখন তারাই সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই— আমিরুল ইসলামকে প্রত্যাহার ও বিচারের আওতায় না আনলে আন্দোলন চলবে।”

পিজার সিনিয়র সহসভাপতি তাপস বড়ুয়া বলেন, “সাংবাদিকরা সমাজের সত্য তুলে ধরেন। তাঁদের ওপর হামলা মানে জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলা। এই ঘটনার বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

পিজার সাবেক আহ্বায়ক পার্থ প্রতীম নন্দী বলেন, “দুই সাংবাদিকের ওপর হামলা আসলে পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। এটি কণ্ঠরোধের এক ভয়াবহ উদাহরণ।” তিনি অভিযোগ করে বলেন, “সম্প্রতি সাংবাদিক হোসাইন জিয়াদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো গ্রেপ্তার হয়নি, বরং এখন পুলিশই সাংবাদিকদের ওপর হামলা করছে।”

এসময় আরও বক্তব্য দেন পিজার যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, সদস্যপদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম ইমন, পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাস গুপ্ত, পিজার সদস্য হাসিবুল আলম, শিক্ষার্থী আরিফুল ইসলাম তামিম, আব্দুর রহমান ইমনসহ অন্যান্যরা।

সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, পিজার সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সহসভাপতি মিশু পাল, ট্রেজারার সাখাওয়াত আলম রিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন, পিসিআইইউ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরীসহ চট্টগ্রামে কর্মরত সাংবাদিক এবং পোর্ট সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ