• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশের হামলা, অভিযুক্ত ডিসি আমিরুল

নিজস্ব প্রতিবেদক / ৬০
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Journalist

চট্টগ্রামে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতকে পিটিয়ে আহত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।পুলিশি হামলায় সাংবাদিক জোবায়েদের চোখ ও এক কানে মারাত্মক আঘাত লেগেছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরের খুলশী থানায় এ ঘটনা ঘটে।

DC

সিএমপির ডিসি আমিরুল ইসলাম

জোবায়েদ জানান, “জিইসি কনসার্টে শেখ হাসিনা স্লোগান ঘিরে সংঘর্ষের আপডেট নিতে তিনি খুলশী থানায় যান। সেখানে ডিসির সঙ্গে কথা বলতে গেলে আমিরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে তাকে রুম থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর থানার ভেতরে আটক দুই এইচএসসি পরীক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলার সময় ডিসি আমিরুল তার ওপর হামলা চালান।”

তিনি বলেন- “আমাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারে পুলিশ সদস্যরা। তারা বলে, তুই ফ্যাসিস্ট, তোকে না, শয়তানকে মারছি।”

ঘটনার পর চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ খুলশী থানায় যান এবং অভিযুক্ত ডিসি আমিরুল ও সিএমপি কমিশনারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “আমরা বলেছি, থানার ওয়াশরুম পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে। সেগুলো দেখে প্রমাণ করা হোক কীভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু পুলিশ এতে রাজি হয়নি।”

অভিযুক্ত ডিসি আমিরুল ইসলাম বলেন, “পুলিশ কমিশনার যদি তদন্ত কমিটি গঠন করেন, আমি সেখানে আমার বক্তব্য দেব।”

এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং বিকেলে মানববন্ধন করে আমিরুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ