• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

এনসিপি গণতন্ত্রের পথে বাধা নয়, সবাই সুন্দর নির্বাচনে অংশ নেবে: সিইসি নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ৪৮
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
CEC 2 1

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একসময় জীবনের ঝুঁকি নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। আমি বিশ্বাস করি, যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন তারা গণতন্ত্রায়নের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। বরং দেখবেন, সবাই একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করবেন।”

রোববার(১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, “তারাও দেশের মঙ্গল চান, গণতন্ত্র চান। আমি মনে করি, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠু হবে—এমন পরিবেশের জন্য তারাও সম্মতি দেবেন। এনসিপি কোনোভাবেই গণতন্ত্রের পথে বাধা হবে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন,“কোনো দল নিবন্ধন পেলে নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিতে হয়। ‘শাপলা’ প্রতীক যেহেতু তালিকাভুক্ত নয়, তাই আমরা দিতে পারিনি। বিধি অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক থেকেই বেছে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে কোনো প্রতীক দেওয়া হয়নি।”

প্রতীক তালিকা বাড়ানো বা কমানো যায় কিনা—এমন প্রশ্নে তিনি জানান,“আগে আমাদের ১১৫টি প্রতীক ছিল না। পরে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রতীক একীভূত করায় সংখ্যা বেড়েছে।”

‘শাপলা প্রতীক’ নিয়ে সিদ্ধান্ত সম্পর্কে সিইসি বলেন,“এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচন কমিশনে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আমি আশাবাদী—সব দল অংশ নেবে।”

দেশের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন,“রাজনীতিবিদদের একটা সুবিধা আছে—তাদের ‘লাস্ট ওয়ার্নিং’ বলে কিছু নেই। তারা অবস্থান পরিবর্তন করতে পারেন, কিন্তু আমাদের আইনি সীমাবদ্ধতা আছে। তবে আমি তাদের দেশপ্রেমিক বলেই জানি। তারা দেশের মঙ্গল চান।”

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন,“সাংবাদিকরা আমাদের চোখ—তারা জানাবে ভোটে কি ঘটছে। প্রত্যেক সাংবাদিক, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।এসময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ