
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় একটি কনসার্টকে ঘিরে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোন্ডা কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। অনুমতি ছাড়া আয়োজিত এ কনসার্টে একপর্যায়ে উশৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর চালালে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে ৮ রাউন্ড গুলি ছোঁড়ে।
গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার বাসিন্দা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, কনসার্ট চলাকালে ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠে। দুইটি গান পরিবেশনের পর তারা গান বন্ধ করে দেন। এ সময় কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিলে স্থানীয় বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়।
তবে পুলিশ জানিয়েছে, স্লোগানের কারণে নয়, বরং কিছু যুবকের উশৃঙ্খল আচরণ ও ভাঙচুরের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশনে যায়।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন,“আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। সেখানে কিছু উশৃঙ্খল তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে লাঠিচার্জ করে এবং শর্টগান দিয়ে গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন,“জিইসি মোড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরিফ নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর।”
এআর/দেশবিদেশ