• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

কাকরাইলে জাপা সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ভণ্ডুল কর্মসূচি

দেশবিদেশ প্রতিবেদক / ৪০
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
jp 2 I1JIcsa.width 750

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কর্মী সমাবেশে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সমাবেশ চলাকালে হঠাৎ করে পুলিশ জলকামান নিয়ে এসে হামলা চালায় এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন, জাপার সমাবেশটি পূর্বঘোষণা ছাড়া অনুষ্ঠিত হচ্ছিল এবং এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ