• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক যোগ দেননি, প্রশাসনিক কাজে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক / ৭১
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
1759994159.DC office

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমকে বদলির ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো নতুন জেলা প্রশাসক (ডিসি) যোগদান করেননি। ফলে জেলার প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।

জেলার সিভিল প্রশাসনের প্রধান হিসেবে স্থানীয় প্রশাসন তদারকি ও জনসেবা নিশ্চিতের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। বর্তমানে এ দায়িত্ব সামলাচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদা খানমকে বদলির আদেশ জারি করা হয়। পরদিন নতুন জেলা প্রশাসক হিসেবে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দেওয়া হয়। তবে নানা কারণে তিনি এখনও চট্টগ্রামে যোগ দেননি।

এর মধ্যে ফরিদা খানমকে এক সপ্তাহের ব্যবধানে তিনটি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রথমে ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, পরে ২৫ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এবং সর্বশেষ গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, “নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ জানে। তাদের অনুমোদনের পরই ডিসি যোগ দিতে পারবেন।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জেলা প্রশাসক না থাকায় জনসেবা ও উন্নয়ন প্রকল্প তদারকিতে ব্যাঘাত ঘটছে। ডিসির অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে এবং প্রকল্প বাস্তবায়নের গতি কমে যাচ্ছে।

এদিকে জেলা প্রশাসক বদলির এক সপ্তাহ পর ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের তিন দপ্তরের কর্মচারীদের বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নূরী স্বাক্ষরিত আদেশে এসব বদলি কার্যকর করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসকের নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলছে। খুব শিগগিরই নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ