• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৯
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
IMG 20251009 WA0009 2510090639

চট্টগ্রামের আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালীর সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. সোহান (২৭)। নিহত অনিক আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটিতে রাতে বাতি না থাকা ও অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ। ঘন অন্ধকারে দৃশ্যমানতা না থাকায় যানবাহনের অবস্থান বোঝা যায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

স্থানীয়রা জানান, রিং রোডে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে, কিন্তু আলোকসজ্জা ও গতিনিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ