• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

হাটহাজারীতে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যায় আটক ৪ সন্দেহভাজন

নিজস্ব প্রতিবেদক / ৫১
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 08 at 5.12.43 PM

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী আবদুল হাকিম (৫৫) হত্যার ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, “আব্দুল হাকিম হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে নিহতের পরিবার বুধবার হাটহাজারী থানায় মামলা করতে আসবে।”

এর আগে, মঙ্গলবার বিকেলে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী আবদুল হাকিমকে। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিহতের ব্যবহৃত গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন রয়েছে। হাকিম চালকের পাশে বসা অবস্থায় ছিলেন এবং তার পাশের জানালাতেও গুলির চিহ্ন দেখা যায়। স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

নিহত আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন ব্যবসায়ী হিসেবে এবং ‘হামিম এগ্রো’ নামে একটি গরুর খামারের মালিক ছিলেন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ