
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রাউজান মদুনাঘাট ব্রিজসংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘হামিম এগ্রো’ নামে একটি গরুর খামারের মালিক ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাটহাজারী এলাকায় দুর্বৃত্তরা হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে আছে বলে জানা গেছে।
কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।”
বিএনপির স্থানীয় নেতারা আবদুল হাকিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।