• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বিসিবি পরিচালনা পর্ষদে রুবাবা দৌলা

ক্রীড়া প্রতিবেদক / ৫৫
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 07 at 4.26.51 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। প্রাথমিকভাবে ব্যবসায়ী ইসফাক আহসানকে পরিচালক হিসেবে মনোনীত করা হলেও, আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে পরে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। শেষ পর্যন্ত করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টেলিযোগাযোগ খাতের শীর্ষ দুটি প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেল-এ উচ্চপর্যায়ের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

খেলাধুলার সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গ্রামীণফোনে কর্মরত অবস্থায় রুবাবা দৌলা প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে বাংলাদেশের ক্রিকেটে তিনি পৃষ্ঠপোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়েই (২০০৩–২০১১) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। এছাড়া ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

সূত্র জানিয়েছে, বিসিবিতে মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন রুবাবা দৌলা।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ