• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

বিএনপির কূটনীতির নতুন নীতি: ‘বাংলাদেশের স্বার্থ সর্বাধিক’

নিজস্ব প্রতিবেদক / ৬৬
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 07 at 12.22.38 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কূটনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপির কূটনৈতিক নীতির মূল ভিত্তি হবে — ‘বাংলাদেশের স্বার্থ সর্বাধিক।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের স্বার্থ, জনকল্যাণ এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি বিএনপির কূটনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে।

তারেক রহমান বলেন, “আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব—এগুলো অক্ষুণ্ণ রেখে, এগুলোর স্বার্থ বিবেচনা করেই আমরা আমাদের কূটনীতির সবকিছুকে পরিচালনা করবো।”

মার্কিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, “না, তাদের বিষয় তাদের। আমি একজন বাংলাদেশি। আমার কাছে দেশের ও জনগণের স্বার্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, বিএনপি দেশের উন্নয়ন, সার্বভৌম স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এভাবেই দলের কূটনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক এবং জনগণকেন্দ্রিক।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ