• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি: সিইসি এএমএম নাসির উদ্দিনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক / ৩৭
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
IMG 20251007 WA0015

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই কাজকে দেশের জন্য তার জীবনের শেষ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি উল্লেখ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা শেষ করেছেন এবং রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন।

সভায় উপস্থিত সাবেক ইসি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে কারচুপি হওয়ার জায়গাগুলো চিহ্নিত করতে সাহায্য করুন, যাতে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারি। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত জালিয়াতি ঠেকানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া যাতে সহায়ক হয়।

এছাড়া, সিইসি বলেন, প্রত্যন্ত অঞ্চলে ভোট দেয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে ভোটার তালিকা হালনাগাদকালে। নারী-পুরুষ ভোটারের মধ্যে পার্থক্য ৩০ লাখ ছিল, যা কমিয়ে আনার প্রচেষ্টা চলছে। তিনি জানান, পোস্টাল ব্যালটের ব্যবস্থা কার্যকর করার একটি মডেল তৈরি করা হয়েছে, যাতে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, “এবিউজ অব এআই এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। একটি বিশেষ পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি। আমার বয়স ৭৩ বছর এবং এই কাজকে দেশের জন্য আমার শেষ সুযোগ হিসেবে গ্রহণ করেছি। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য।”

ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন ।

এমএইচ/এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ