• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক / ৪১
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
IMG 20251006 WA0010

 

বাংলাদেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতি নিশ্চিত করতে একটি গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে উঠলেও গণভোটের মাধ্যমে সত্যিকার জনমতের প্রতিফলন ঘটবে কিনা— তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

কারণ, দেশের পূর্ববর্তী তিনটি গণভোটের অভিজ্ঞতা ইতিবাচক ছিল না বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিযোগ রয়েছে, প্রথম দুটি গণভোট মূলত সামরিক শাসকদের বৈধতা দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। তৃতীয় গণভোটটি হয় ১৯৯১ সালে, সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়ার প্রশ্নে। তবে সে সময় প্রায় সব রাজনৈতিক দলই সংসদীয় পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়ায় ওই গণভোট তেমন গুরুত্ব পায়নি।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নিতে গণভোটের প্রচলন রয়েছে। বাংলাদেশেও এবার যদি সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে বা একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটতে পারে।

তবে প্রস্তাবিত গণভোট কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে, বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ নিয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজে পেতে গত ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ রবিবার জানান, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের সম্মতি নেওয়ার জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলই একমত হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করা হয়েছিল। তবে সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী মামলায় আদালত গণভোটের বিধান ফিরিয়ে আনার নির্দেশ দেয়। কিন্তু সেই বিধান কীভাবে বাস্তবায়িত হবে, তা এখনো পরিষ্কার নয়।

এই অনিশ্চয়তার মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনার নতুন অধ্যায়।

এমএইচ/এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ