
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন যদি জনগণের সমর্থন না পায়, তবে তাদের টিকে থাকার যথেষ্ট ভিত্তি নেই। আওয়ামী লীগের বিচার সংক্রান্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, জনগণের শক্তি এবং তাদের সিদ্ধান্তের উপরটি ভরসা রাখা উচিত। তিনি মানবাধিকার লঙ্ঘন ও ধনসম্পত্তির দূর্নীতির বিষয়ে কথা বলেন এবং দাবি করেন যে, জনগণ আওয়ামী লীগের কর্মকাণ্ড সমর্থন করতে পারে না।
সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ মানুষের জীবনহানি ঘটাতে এবং অর্থ সম্পদ লুটপাট করার মাধ্যমে দেশ থেকে দণ্ড থেকে বেড়িয়েছে।
জুলাই মাসের গণভূত্থানের প্রেক্ষাপটে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি তার পরিবারের একটি ঘটনার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, এই ধরনের ঘটনার অন্যতম উদাহরণ হচ্ছে সেইসব পরিবার, যারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। যারা এই নিষ্ঠুরতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত।
এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের প্রত্যাশা। তারেক রহমান বলেন, যারা অন্যায় করেছে, তাদের আইন অনুসারে শাস্তি পেতে হবে, তা ব্যক্তি হোক কিংবা দল। সুতরাং, যেসকল জুলুম করেছে, তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এমএইচ/এমআর/দেশবিদেশ