• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ভাসমান দোকান, পুড়েছে তিন তরুণের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক / ৯৪
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 2

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ভাসমান তিনটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেছে তিন তরুণ উদ্যোক্তার স্বপ্ন। মধ্যরাতে ফুটপাতের পাশে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় তাদের জীবিকার অন্যতম অবলম্বন।

দেশবিদেশ ২৪ এর হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার (৪ অক্টোবর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে ফুটপাত দিয়ে কয়েকজন যুবক হাঁটছেন। ঠিক সেই সময় হঠাৎ পাশের তিনটি ভাসমান দোকানে একে একে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই দোকানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাস খানেক আগে চকবাজারের প্যারেড মাঠ এলাকার পাশে তিন তরুণ কলেজ পড়ুয়া যুবক ছোট ছোট ভাসমান দোকান নিয়ে বসেন। পড়াশোনার পাশাপাশি নিজেদের আর্থিকভাবে সাবলম্বী করাই ছিল তাদের লক্ষ্য। প্রতিদিনের মতো গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। কিন্তু ভোররাতে খবর পান, তাদের দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান—দোকানের সব আসবাব, মালামাল ও সাজসজ্জা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে।

ভুক্তভোগী আদনান মাহমুদ বলেন, “আমরা তিনজনই কলেজে পড়ি। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য দোকান দিয়েছিলাম। কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। তবুও কেন এমনটা করা হলো, বুঝতে পারছি না।”

অপর এক ভুক্তভোগী বলেন,“রাজনীতিগত কোনো শত্রুতা আমাদের কারও সঙ্গে নেই। তবে মনে হয় প্রতিহিংসার কারণে কেউ এমনটা করতে পারে।”

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোনে বলেন,“এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় এসে লিখিত অভিযোগ করেননি।”

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ