• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ডবলমুরিং থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৬৮
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
Picsart 25 10 01 13 31 51 169 2510010713
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":2,"curves":2,"addons":8},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের বন্দর থানার মধ্যম হালিশহরের মুন্সীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল সন্দ্বীপ থানার হারামিয়া এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম সন্দ্বীপ থানার হারামিয়া গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও পরে তার ডিভোর্স হয়। ২০২৪ সালের ডিসেম্বরে ফেসবুকে পরিচয় হয় আসামি রাসেলের সঙ্গে। কথোপকথনের একপর্যায়ে রাসেল ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করে।

গত ২৬ সেপ্টেম্বর ভিকটিম তার বড় বোনকে ডাক্তার দেখাতে চট্টগ্রামে আসেন। বিকেলে তারা ডবলমুরিং থানার আগ্রাবাদ দাম্মুয়া পুকুরপাড়ের একটি হোটেলের কক্ষ ভাড়া নেন। রাত সাড়ে ৭টার দিকে আসামি রাসেল সেখানে প্রবেশ করে। কিছুক্ষণ পর ভিকটিমের বোন ওষুধ আনতে বাইরে গেলে রাসেল কক্ষের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ