• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত, আশ্বাসের অপেক্ষায় জুম্ম ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক / ৫৪
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
cvoice24 2509301908

খাগড়াছড়িতে চার দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবের মর্যাদা রক্ষা এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা দাবির বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধ রাত ১১টা থেকে স্থগিত হয়ে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে দাবিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রশাসনের পদক্ষেপের ওপর নির্ভর করে ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা আট দফা দাবি উপস্থাপন করে। প্রশাসন দাবিগুলোর বাস্তবায়নের আশ্বাস দেয় এবং ১৪৪ ধারা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র-জনতা ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। এরই মধ্যে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজার এলাকায় সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

মঙ্গলবার দুপুরে গুইমারার সংঘর্ষকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা ইউএনও আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।

ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ