• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

দেশের পাচানো অর্থ ফিরবে ফেব্রুয়ারির মধ্যে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৩৯
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
1759221989.Untitled 1 copy

অবৈধভাবে দেশের বাইরে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, টাকা পাচারকারীরা সকল কৌশল জানেন; তাই আইনি প্রক্রিয়া চালিয়ে ফেরত আনতে সময় লাগছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, “পাচারকারীরা জানে কীভাবে অর্থ সরাতে হয়। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা ফিরিয়ে আনতে হচ্ছে , এজন্য একটু সময় লাগছে। তবে কিছু অগ্রগতি হয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। ফেব্রুয়ারির মধ্যে হয়তো কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফেরত আনার প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও বলেন, সরাসরি কোনো ব্যাংকে ‘টাকা দাও’ বলে ফল পাওয়া যায় না; ফলে আন্তর্জাতিক আইনি ফরমালিটি মেনে কাজ করা ছাড়া বিকল্প নেই। নতুন সরকারও যদি টাকা ফেরত আনার উদ্যোগ বজায় রাখতে চায়, তাহলে চলমান প্রক্রিয়াগুলোকে অব্যাহত রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, “এটা আন্তর্জাতিক প্র্যাকটিস; এ ছাড়া কিভাবে আনা সম্ভব?”

কত পরিমাণ অর্থ ফেরত আসবে জানতে চাইলে তিনি সরাসরি সংখ্যা প্রকাশ এড়িয়ে বলেছেন, “সেটা বলতে পারবো না , এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রশ্ন করতে হবে।”

এ সময় তিনি জানান, কিছু দেশে ইতিমধ্যে সম্পদ ফ্রিজ করা হয়েছে এবং কোথায় তাদের অ্যাকাউন্ট বা পাসপোর্ট রয়েছে—এসব তথ্যও সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে একটি সমন্বিত রিপোর্ট দিবে; আমরা রিভিউ করে দেখছি কতটুকু আনা যায়। এছাড়া সম্প্রতি আবারও কিছু অর্থ পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছে—তাও খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রশ্নে যে কোনো প্রকল্প বা বরাদ্দ বিশেষ কোনো উপদেষ্টার এলাকায় বেশি দেওয়া হচ্ছে কি না—তার জবাবে ড. সালেহউদ্দিন বলেন, না; প্রকল্পগুলো বহু আগে থেকেই পরিকল্পিত।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ