• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

দুর্গাপূজা ঘিরে সারাদেশে ৪৯টি ঘটনা, মামলা ১৫, গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক / ৪৯
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
1759231420.DUrga

চলতি বছরের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ছোট-বড় মিলিয়ে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১৯ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটলেও কোনো ঘটনাই বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি। “ঘটনাগুলো আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে,” বলেন আইজিপি।

কী কী ঘটনা ঘটেছে

আইজিপি জানান, কোনো কোনো ক্ষেত্রে প্যান্ডেলে পানি ছোড়া, প্রতিমা হেলে পড়া, চাঁদা দাবি, প্রতিমা বহনের সময় ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া কিংবা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলার মতো ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে ঘটে যাওয়া একটি ঘটনায় অভিযোগ ছিল, ‘জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা হয়েছে।’ এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ