• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রামে মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক / ৪১
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
555895059 1222032573303300 6005529217947174717 n

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি নগরীর কোতোয়ালি ও আকবর শাহ থানাধীন কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি আলোচনা করেন পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)  হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএমপি জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মহানগরীর পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ