• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক / ৫১
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
1759235682 f65c0713741aa7f6fe10b49fca0e8dc5

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হয়। সেখান থেকে দুটি দল—এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

এনসিপি প্রতীক হিসেবে কী চাইছে তা কমিশনকে জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শিগগিরই তাদের চিঠি দিয়ে আপত্তি আহ্বান করা হবে। জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলে জানান ইসি’র সিনিয়র সচিব।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ