• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাজ্যের সহায়তার আশ্বাস

দেশবিদেশ ডেস্ক / ৩২
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 29 at 12.48.06 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্য সক্রিয়ভাবে সহায়তা করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সারাহ কুক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাজ্য সহায়তা দিতে চায়। এ জন্য পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অব্যাহত রেখেছে সংস্থাটি।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ