
শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে সীতাকুণ্ড পর্যন্ত ৬০ কিলোমিটারে অন্তত ১৫টি স্থানে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
যানজটের কারণ হিসেবে দেখা দিয়েছে, অস্বাভাবিকভাবে কনটেইনার ট্রাক পার্কিং, সড়ক মেরামত কাজ, বাজার বসা, দুর্ঘটনা ও ডিপো এলাকার অব্যবস্থাপনা।
যেসব স্থানে প্রায়ই যানজট হয়:
বারইয়ারহাট দক্ষিণ ইউটার্ন, মিরসরাই পৌর সদর, মিঠাছড়া বাজার, নিজামপুর বাজার, বড়তাকিয়া বাজার, বড়দারোগাহাট স্কেল, টোবাকো গেইট, বিএমএ গেইট, ভাটিয়ারি, বিএম কনটেইনার ডিপো, কেডিএস লজিস্টিক, বাঁশবাড়িয়া, শুকলালহাট, বাড়বকুন্ড ও সীতাকুণ্ড সদর।
সীতাকুণ্ডে একাধিক কনটেইনার ডিপো থাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং নিয়মিত যানজট তৈরি করছে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও ফৌজদারহাট পোর্ট কানেকটিং রোড এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হয়।
ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে ছুটিতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।