• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিন ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

দেশবিদেশ প্রতিবেদক / ৬৭
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
images 6

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে পাঁচদিন প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত (১৮ ঘণ্টা) তিন টনের বেশি ওজনের সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, ডাম্প ট্রাক ও প্রাইম মুভারসহ ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে আমদানি-রফতানি পণ্য পরিবহনে যুক্ত যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। এসব যানবাহন নগরের ভেতরে প্রবেশ না করে আউটার রিং রোড ব্যবহার করতে হবে।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজায় পূজারি, দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে। আগামীকাল সোমবার মহাসপ্তমী থেকে নগরে ভক্ত-দর্শনার্থীর ভিড় বাড়বে। বৃহস্পতিবার দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি হলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রতিমা বিসর্জনের আয়োজন চলবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ