
ভারত বা ফ্যাসিবাদের ইন্ধনে খাগড়াছড়িতে সহিংস ঘটনার জন্ম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা রোধে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করার জন্য নানা মহল ষড়যন্ত্র করছে। তবে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, যাতে জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত না হয়।
এআরই/দেশবিদেশ