• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চাকরি নেই ৫লাখ ৮৪হাজার তরুণের

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেকার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে

দেশবিদেশ প্রতিবেদক / ৫৪
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
jobless 1

ঢাকার পর দেশের সর্বোচ্চ বেকার তরুণ-তরুণী রয়েছেন চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪ সালের শেষে দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই বেকার আছেন ৫ লাখ ৮৪ হাজার জন।

বিবিএসের তথ্য অনুযায়ী, বিভাগওয়ারি বেকারের সংখ্যা হলো— ঢাকা বিভাগে ৬ লাখ ৮৭ হাজার, চট্টগ্রামে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে এক লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৪ হাজার।

চাকরি খোঁজার পদ্ধতি নিয়ে জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি বেকার তরুণ-তরুণী (৩৬ শতাংশ) আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে চাকরি খোঁজেন। প্রায় ১২ শতাংশ সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে যান, ৯ শতাংশ সরাসরি আবেদন করেন এবং সাড়ে ৫ শতাংশ বিজ্ঞাপন দেখে চাকরির সুযোগ খোঁজেন। এছাড়া প্রায় সাড়ে ৩ শতাংশ সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরির চেষ্টা করেন।

চাকরি খোঁজার অন্য উপায়গুলোর মধ্যে রয়েছে— প্রফেশনাল নেটওয়ার্কে জীবনবৃত্তান্ত জমা রাখা, সরকারি-বেসরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন, ব্যবসার জন্য অর্থ বা জমি-জায়গার সহায়তা চাওয়া এবং লাইসেন্সের আবেদন করা ইত্যাদি।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ