• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির অভিযোগে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক / ৫০
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
file 1759044338

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ড কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে একটি টিম।

তিনি গণমাধ্যমকে বলেন, “ফলাফল জালিয়াতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।”

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তারা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেন।

এর আগে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলে অসংগতি ধরা পড়ায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মুহাম্মদ একরামুল হককে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। ১৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, সময়সীমা আরও ১৫ কর্মদিবস বাড়ানো হয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, “দুদকের কর্মকর্তারা বিভিন্ন তথ্য চেয়েছেন। আমরা সেভাবে সহযোগিতা করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরাও তদন্ত কমিটি করেছি। পরীক্ষাসংক্রান্ত ব্যস্ততায় হয়তো কমিটির প্রতিবেদন দিতে কিছুটা দেরি হচ্ছে।”

শিক্ষা বোর্ডের তথ্য মতে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল তৈরির সময় ৩৪টি কপিতে অসংগতি ধরা পড়ে। উত্তরপত্রে থাকা নম্বর ও কম্পিউটারে ইনপুট দেওয়া নম্বরের মধ্যে গরমিল পাওয়া যায়। এ নিয়েই দুদকে অভিযোগ জমা পড়ে, যার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ