
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন খাল থেকে ইয়াছিন আরাফাত (১৩) নামে এক হেফজখানার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত ইয়াছিন সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে এবং পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পরিবার জানায়, চলতি বছরের আগস্টে তার বাবা সৌদি আরব যাওয়ার পর তারা ঢাকার মাদ্রাসা থেকে ছেলেকে এনে স্থানীয় হেফজখানায় ভর্তি করান।
ইয়াছিনের মা বাবলী বেগম বলেন, বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। শনিবার সকালে চরপাড়ার খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন।
নিহতের চাচা মহিউদ্দীন মিন্টু জানান, দীর্ঘ খোঁজাখুঁজির পর সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মরদেহ শনাক্ত করেন তারা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চলছে।
এআরই/দেশবিদেশ